জয়পুরহাট চিনিকল বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের আওতাধীন একটি বাণিজ্যিক শিল্প প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানে ৫৫ জন কর্মকর্তাসহ ৯৩১ জন শ্রমিক-কর্মচারী কর্মরত আছেন। ২০১১-১২ আখ মাড়াই মৌসুমে ৬৩,০০০ মেঃ টন আখ মাড়াই করে ৪,২০০ মেঃ টন চিনি উৎপাদন করা হয়েছে। চিনি উৎপাদন ছাড়াও এখানে উপজাত হিসাবে চিটাগুড়, ব্যাগাছ (আখের ছোবরা) ও প্রেসমাড উৎপন্ন হয়ে থাকে। চিটাগুড় গো-খাদ্য হিসেবে, ব্যাগাছ পেপার মিলের কাঁচামাল হিসেবে এবং প্রেসমাড জমিতে সার হিসেবে ব্যবহার করা হয়। চিনিকল একটি বাণিজ্যিক শিল্প প্রতিষ্ঠান হলেও ইহা নিম্নবর্ণিত নানামুখী সেবামূলক সামাজিক দায়িত্ব পালন করে থাকে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস