Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

 জয়পুরহাট চিনিকল বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের আওতাধীন একটি বাণিজ্যিক শিল্প প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানে ৫৫ জন কর্মকর্তাসহ ৯৩১ জন শ্রমিক-কর্মচারী কর্মরত আছেন। ২০১১-১২ আখ মাড়াই মৌসুমে ৬৩,০০০ মেঃ টন আখ মাড়াই করে ৪,২০০ মেঃ টন চিনি উৎপাদন করা হয়েছে। চিনি উৎপাদন ছাড়াও এখানে উপজাত হিসাবে চিটাগুড়, ব্যাগাছ (আখের ছোবরা) ও প্রেসমাড উৎপন্ন হয়ে থাকে। চিটাগুড় গো-খাদ্য হিসেবে, ব্যাগাছ পেপার মিলের কাঁচামাল হিসেবে এবং প্রেসমাড জমিতে সার হিসেবে ব্যবহার করা হয়। চিনিকল একটি বাণিজ্যিক শিল্প প্রতিষ্ঠান হলেও ইহা নিম্নবর্ণিত নানামুখী সেবামূলক সামাজিক দায়িত্ব পালন করে থাকে।