Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভিশন ও মিশন

বিএসএফআইসির রুপকল্প  (Vision), অভিলক্ষ্য (Mission), কৌশলগত উদ্দেশ্য এবং কার্যাবলি:  

১.১

রূপকল্প  (Vision)

চিনি উৎপাদন বৃদ্ধি এবং উপজাতভিত্তিক পণ্য উৎপাদন এবং সংস্থাকে লাভজনক পর্যায়ে উন্নীতকরণ।

 

 

১.২

অভিলক্ষ্য (Mission)

 

শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন কর্তৃক মানসম্মত চিনি উৎপাদন বৃদ্ধি এবং উপজাতভিত্তিক পণ্য উৎপাদন করে ভোক্তাদের মাঝে সরবরাহ, কর্মসংস্থান ও দক্ষজনবল সৃষ্টি এবং সংস্থার পরিচালন ব্যয় কমিয়ে লাভজনক প্রতিষ্ঠানে রুপান্তর।

 

১.৩

কৌশলগত উদ্দেশ্যসমূহ (Strategic Objectives)

 

 

১.৩.১

চিনিশিল্পের কৌশলগত উদ্দেশ্যসমূহ

 

১.

পদ্ধতিগতভাবে উচ্চ ফলনশীল জাতের আখচাষ করে চিনিকলে আখ সরবরাহ

 

২.

সরবরাহকৃত আখ হতে বর্ধিত হারে চিনি আহরণ

 

 

৩.

প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি

 

৪.

উৎপাদিত পণ্য বিপণনের মাধ্যমে করপোরেশনের আয় বৃদ্ধি

 

৫.

কারখানার আধুনিকায়ন এবং উপজাতভিত্তিক পণ্য উৎপাদনে বহুমুখীকরণ প্রকল্প  গ্রহণ ও বাস্তবায়ন

 

 

১.৩.২

আবশ্যিক কৌশলগত উদ্দেশ্যসমূহ

 

১.

দাপ্তরিক কর্মকাণ্ডে স্বচ্ছতা বৃদ্ধি ও জবাবদিহি নিশ্চিতকরণ

 

২.

কর্মসম্পাদনে গতিশীলতা আনয়ন ও সেবার মান বৃদ্ধি

 

৩.

আর্থিক ও সম্পদ ব্যবস্থাপনার উন্নয়ন

 

১.৪

কার্যাবলি (Function)

 

১.

১৫.৬৫ লক্ষ মেট্রিক টন আখ চিনিকলে সরবরাহের মাধ্যমে ১.২৫ লক্ষ মে. টন চিনি উৎপাদন

 

২.

দক্ষতার সাথে চিনিকল পরিচালনা করা

 

৩.

দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে প্রশিক্ষণ প্রদান

 

৪.

অর্থনৈতিক কর্মকাণ্ডে গতিশীলতা আনয়নের লক্ষ্যে চিনি, চিনিজাত ও উপজাতভিত্তিক পণ্য উৎপাদনের নতুন প্রকল্প বাস্তবায়ন